Skip to main content
কীভাবে বড়ো হলাম
বড়ো
হওয়া একটা মিথ। আগে যা কিছু বড়ো লাগত, এখন লাগে না। ছোটোবেলার খেলার মাঠটা ক্রমশ ছোটো
হয়ে হয়ে মিলিয়ে যাচ্ছিল। গোটা খেলাটা তুলে এনে আকাশে সাজিয়েছি। ভোঁ-ভা শূন্যের ছোটো
বড়ো হয় না। সীমানা টেনে কেউ বলে দেয় না, এর বাইরে গেলে আউট! চালিয়ে খেলি বা টুকুশ টুকুশ—সব
এক। প্রকাশকঃ দ্য কাফে টেবল
Comments
Post a Comment