অ্যাকোয়ারিয়ামের মাছ
কে যেন একবার
এক নদীর গল্পে
একবার ভাসিয়ে,
একবার ডুবিয়ে
অ্যাকোয়ারিয়ামের
মাছ করে দিয়েছিল--
এখন ঘুম না
এলে, সে আমায় নিয়ে খেলে।
কে যেন একবার
এক নদীর গল্পে
একবার ভাসিয়ে,
একবার ডুবিয়ে
অ্যাকোয়ারিয়ামের
মাছ করে দিয়েছিল--
এখন ঘুম না
এলে, সে আমায় নিয়ে খেলে।
Comments
Post a Comment