19/08/2023 (সহজ তাজমহল)

হাবুল বড় মিষ্টি ছেলে, টুকুর টুকুর চায়।
ঢ্যামনা কালু মেসোমশাই, পা তুলে ঘুমায়।
ফ্যানের হাওয়ায় উড়ছে দেদার
দুলছে পটল গাছে।
হাবুলসোনা দৌড়ে বেড়ায়,
মেসোর কাছে কাছে।
ছবির সাথে মিলিয়ে দেখে
আলুর মতো গোল।
মেসোমশাই চেঁচিয়ে ওঠে--

ওরে ছাগল, আমার এটা উল্টো তাজমহল!   

 

Comments