25/08/2023 ( আহা সুখ না কি উঁহু সুখ)


একটা মশা যতটা রক্ত খেতে পারে, ততটাই খেয়ে একেবারে পরিপূর্ণ অবস্থায় ডান পায়ের পাতায় নেতিয়ে ছিল। বাঁ পা দিয়ে আস্তে চাপ দিলাম। প্যাট করে পেট ফেটে গেল। এটাকে কি সুখের মৃত্যু বলা যায়! উত্তর দেওয়ার জন্য মশা যে আর বেঁচে নেই!  


Comments