3/06/20


সুন্দর সকালটাকে যদি বিকেল মনে হয়, বুঝতে হবে—মন ভাল নেই। এসব কথার কথা নয়। স্পষ্ট দেখছি, আকাশটা অ্যানিমিয়াগ্রস্ত। ফ্যাকাসে। হাওয়ায় আঁশটে আঁশটে গন্ধ। দূরে এক ছাদে, একা শাড়ি এলোমেলো হয়ে লুটিয়ে গুটিয়ে হেলেনীয় কায়দায় নাচছে। মাঝবয়েসটা আঁশটে--

এরপর হাওয়ার জোর বাড়লে কোথায় যে উড়ে যাবে!  

Comments