আজেবাজে ছবি। আজেবাজে লেখা।
এই পৃথিবীটা শুধুই একটা পৃথিবী নয়। শুধুই চাঁদ, অন্ধকার আকাশে ছিটিয়ে থাকা দূরের তারা, গনগনে সূর্য, অমুক তমুক প্লাস্টিকের জঞ্জাল নয়। প্রত্যেকের এক একটা প্রাইভেট পৃথিবী, স্মৃতি-বিস্মৃতির মাঝে এক একটা গোপন বাগানে ফুল হয়ে ফুটে আছে। সেই ফুল পঞ্চভূতে মিশবে না।
Comments
Post a Comment