একাবতার
Publisher: The Cafe table
স্বপ্নের ভিতর কী এক অলীক তারা একবার ডেকেছে কি ডাকেনি! সু ছুটল! খুব ইচ্ছা ছিল, দশ চাকার লরি চালাবে। হাইওয়ের পাশের ধাবায় খাবে। গাছ গাছালি দিয়ে ঘিরে রাখা অলৌকিক ডোবাগুলো খুঁজে খুঁজে সেই জলে ডুবকি লাগাবে। সে সব আর হয়নি। সু মানবাধিকার কর্মী, বড়ো লেঠেল, কর্পোরেটের মেডেলধারী বড়োসাহেব বা ছোটোসাহেব বা বেয়ারা না বেহায়া বা বুদ্ধিজীবী – কিছুই না হয়ে, কেমন করে যেন সুখে আছে। শুধু আজে বাজে ভাবে। যা করতে নেই তা করে ফেলে। যা করা উচিত তা করে না। যতটুকু না করলেই নয় শুধু সে টুকুই করে। একা চলতে চলতে মনে মনে গান ভাঁজায় কী সুখ, তা জানে সু আর জানে যারা চাল ভাজা খায় তারা।
Comments
Post a Comment