ছাতিম ফুলের গন্ধ

যখন অনেক কিছু বলার থাকে, তখন টুঁ শব্দ করলেই দেখেছি কেলেঙ্কারি হয়। পাবলিক ক্যাবলা ভাবে। ভাবাই উচিত। একটা কথার সঙ্গে আরেকটা কথা, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্য, একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনা এমন মারমিট শুরু করে যে পুরোটাই বেকার হয়ে যায়। কী বলব ভেবেছিলাম, আর কী বলছি! আচ্ছা যা বলব ভেবেছিলাম তা বলতেই বা হবে কেন! চারদিকে লুকিয়ে লুকিয়ে কোনা খামচিতে ছাতিম ফুটছে। নাকে আসছে। এখন যে ছাতিমের গন্ধ চেনে না তাকে কেমন করে বলি সে গন্ধ কেমন। যা বলব পুরোটাই ভাট বকা হবে কি না! 

যখন অনেক কিছু বলার থাকে তখন কিছু না বলে, বরং না বলা কথাগুলো খোলা ছাদ থেকে একটা দুটো করে ছুড়ে দেওয়াই ভালো। দূরের তারায় গিয়ে চিপকে যাক। আর হারানোর ভয় থাকবে না।

 

Comments