জীবনটা বুঝি এই

অনেকটা সময় এক জায়গায় বসে বসে অনেক কফি আর তার আগে পরে মিলিয়ে দেখলে তিনগুণ সিগারেট খেলে পায়ের নীচে শেকড় গজায়। কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করে না। মনটু (মনের ডাক নাম)  মহাশূন্যে ভাসমান এক মাকড়শার মতো উড়ন্ত সব জাল বুনে ফেলে। ফটাফট সব কিছু ধরে রাখতে চায়। ভালোলাগার নমুনা যা পায়।


তারপর তিরিশ হাজার ফুট ওপর থেকে সেই ভালোলাগার স্থান কাল কিছুই আর যখন খুঁজে পাওয়া যায় না, বোঝা যায় বিরাটের পেটে গেছে। আহা জীবনটা বুঝি এই!      

Comments