ব্রহ্মাণ্ড বাড়ছে, প্যারাসাইটরাও বাড়ছে


ব্রহ্মাণ্ড আয়তনে বাড়ছে। আর আমাদের ফিতে, বাটখারা, সোনা, রুপো, আটা, ময়দা সর্বস্ব জাগতিক জীবনে তার কোনও ছাপ পড়বে না তাও কি হয়! এক রত্তি লিকলিকে চারা হয়ে গেল আশি ফুটিয়া বট। ছিল একটা ছোট্ট ডিম, ফুটে বেরোল একটা ইয়া তাগড়াই ঘোড়া। ছিল একটা ফিনফিনে রুমাল, হয়ে গেল ধেড়ে মাখনলাল। ছিল সাইকেল-- কী থেকে কী হয়ে সাঁই করে উড়োজাহাজ হয়ে উড়ে গেল। যা শালা! আরে দুর, শালা কোথায়—এ তো উপরওয়ালা! 

বাড়বাড়ন্ত-র এই বাজারে প্যারাসাইটরাও কিন্তু সংখ্যায় বাড়ছে। এরা ছাগলের থেকেও ন্যাকা। বাঘের থেকেও হিংস্র। বাঁদরের থেকেও হিংসুটে। পাবলিকের থেকেও বহুগুণ বজ্জাত। 

তাই সাবধান।

Comments