কলকাতায় এলিয়েন
Publisher: The Cafe Table
কলকাতায় এলিয়েন, শুনেই ভাবছেন আবার একটা কাঁচা ঢপ! আপনার সন্দেহবাতিক মনকে আমরা সম্মান করি। তবে কিনা এই জগত চলছে বিশ্বাসের জোরে। চোখ বোজার আগে জীবনের ষোলোআনা হিসাব মিলে যাবে এমন আকাট বিশ্বাস নিয়ে বিপুল অবিশ্বাসের ফোঁসফাঁস শুনতে শুনতে বিরক্ত মনকে একবার চিৎকার করে বলুন, এলিয়েন সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, বনের বাঘ সত্যি, চিড়িয়াখানার খাঁচাগুলো সত্যি। দেখবেন, বেচারা ভাব কেটে যাবে! আসুন ছবিতে ছবিতে বলি।
আর হ্যাঁ-- আধখানা ওয়েব সাইটের একটা গোটা লিঙ্ক
দেওয়া আছে। নাছোড়বান্দা আগ্রহীদের কাছে বিনীত আবেদন/ নিবেদন সেটা এই মুহূর্তে কেবল
মাত্র কম্পিউটারেই দেখা যাচ্ছে। মোবাইল বা ট্যাব-এ (এখনও পর্যন্ত) নয়। তবে আশা করে
আছি, একদিন দেখা যাবে।
Comments
Post a Comment