টাইম ট্রাভেল

বাবা একটু কায়দা করে ছোট্ট একটা প্যাঁচ দিয়ে ঢুকতেই বড় জ্যেঠু ধমক দিল। সহজ করে ধর। তারপর দুজনে এক সঙ্গে ধরল। আমি চিলেকোঠা থেকে শুনছি। গোটা বাড়ি ঝমঝম করে গাইছে। এখন আমাদের বাড়ি তেমন করে গায় না। বাবা অসুস্থ হওয়ার পর যখন তখন গানের আসর-টাসর বসে না। আমি চেষ্টা করে দেখেছি, সেই রকম জমেনা। উল্টে মনে হয় গায়ক বাদক আর মাতালরা এখন মানে মানে বিদায় হলে বাঁচি।    

আজ এই গানটা শুনতে শুনতে খানিকটা টাইম ট্রাভেল হল। দারুণ ট্রিপ।  



Comments