শীত
রোগের উপসর্গ বলতে, খুব শীত শীত ভাব। পাতা যা ঝরার ঝরে যাচ্ছে। ধুলোও উড়ছে খুব। আগুন জ্বালিয়ে খোলা আকাশের নীচে বসলে আরাম হয় ঠিকই, তবে সংগ্রহে থাকা শুকনো কাঠ আর কতক্ষণ। সব ভোররাতের আগে ফুরিয়ে যাবে। যা দেখছি শীতকাল বিচ্ছেদের। জগতে এই একটা জিনিস দারুণ সস্তা।